ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

প্রকাশিত : ০৯:৩৩ এএম, ১৭ এপ্রিল ২০১৭ সোমবার

আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলায় শপথ নেয় বাংলাদেশের প্রথম সরকার, পাঠ করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। নতুন এই সরকারের নেতৃত্বে বেগবান হয় মহান স্বাধীনতা যুদ্ধ। এছাড়াও বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্ব জনমত গড়ে তুলতে সক্ষম হয় মুজিবনগর সরকার।
রাতে ঝুম বৃষ্টির পর রোদঝলমলে সকাল। রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও ইতিহাসের স্বাক্ষী হতে বৈদ্যনাথতলার আম্রকাননে হাজির হন দেশী বিদেশী সাংবাদিক ও কয়েক হাজার স্বাধীনতাকামী মানুষ। জাতীয় সংগীতের পরে পাঠ করা হলো স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণাপত্র।
শপথ নিলেন ঐতিহাসিক মুজিবনগর সরকারের সদস্যরা। বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি তার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি ও তাজউদ্দীন আহমেদকে প্রধানমন্ত্রী করে যাত্রা শুরু করলো বাংলাদেশ সরকার।
বঙ্গবন্ধুর নামানুসারে পরে সেই বৈদ্যনাথ তলার নাম হয় মুজিবনগর। নিরাপত্তা সহ বিভিন্ন দিক বিবেচনায় শপথ গ্রহণের জন্য এই স্থানটিই ছিল সবচেয়ে উপযুক্ত।
সেদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানটি অত্যন্ত গণতান্ত্রিক ও সাংবিধানিকভাবে সম্পন্ন হয়েছিল বলে মনে করেন বিশ্লেষকরা।
মুজিবনগর সরকার বাঙ্গালী জাতির মুক্তিসংগ্রামের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। সেই সরকারের নেতৃত্বেই বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছিল বীর বাঙ্গালী জাতি।