ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

দোহারে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০৬ পিএম, ২৯ জুলাই ২০২০ বুধবার | আপডেট: ০৬:০৮ পিএম, ২৯ জুলাই ২০২০ বুধবার

ঢাকার দোহারে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় মুকসুদপুর ইউনিয়নের বন্যা কবলিত প্রায় ৫০টি পরিবারের মাঝে এ ত্রাণ সহায়তা দেওয়া হয়। 

জানা গেছে, পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দোহার উপজেলার আটটি ইউনিয়ন চরম ঝুঁকির মধ্যে পড়েছে। এর মধ্যে মুকসুদপুর ইউনিয়নের অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে মুকসুদপুরের ৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

উপস্থিত সেনা কর্মকর্তা মেজর রাশাদ বিন কালাম বলেন, বন্যার কারনে যেসব পরিবার অসহায় হয়ে পড়েছে তাদেরকে সহায়তা করার জন্য সারাদেশের ন্যায় দোহারের ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। আমরা ধারাবাহিকভাবে ধাপে ধাপে সবগুলো ইউনিয়নে সহায়তা প্রদান করার চেষ্টা করব।

এ সময় সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান এম এ হান্নান খান সহ আরো অনেকে।
কেআই/