ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

করোনা আক্রান্ত সেভিয়ার নেমানজা গুডেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১ এএম, ৩০ জুলাই ২০২০ বৃহস্পতিবার

করোনা আক্রান্ত হয়েছেন স্পেনের ক্লাব সেভিয়ার মিডফিল্ডার নেমানজা গুডেই। গত মঙ্গলবারই দেশটির জনপ্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ২৬ বছর বয়সী মারিয়ানো দিরাজ করোনা পজিটিভ হন। এরপর আসলো সেভিয়ার এই সদস্যের আক্রান্তের খবর।

 সেভিয়া ক্লাব কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে। জানানো হয়, এই মিডফিল্ডারের করোনার কোন লক্ষণ নেই। নেমানজা গুডেইকে আইসোলেশনে রাখা হয়েছে।

স্প্যানিশ লিগ শেষ হবার পর ছুটি কাটিয়ে ইউরোপা লিগের প্রস্তুতি নিতে অনুশীলনে ফিরেছে সেভিয়া। এক সপ্তাহের এই ছুটি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে স্পেনের ক্লাবগুলোর জন্য।

রিয়ালের মারিয়ানো করোনা পজেটিভ হওয়ার পরদিনই ছুটি থেকে ফেরা নেমানজা গুডেই’র শরীরে ধরা পড়লো কোভিড-১৯’র সংক্রমণ।

ইউরোপা লিগের শেষ ১৬’র লড়াইয়ে ৬ আগস্ট রোমার বিপক্ষে মাঠে নামবে সেভিয়া। তবে মিডফিল্ডার নেমানজা গুডেইকে বাইরে রেখেই তাদের মাঠে নামতে হবে।

এএইচ/এমবি