ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

রিশা হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু

প্রকাশিত : ০৫:২৬ পিএম, ১৭ এপ্রিল ২০১৭ সোমবার

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৮ মে মামলার সাক্ষ্য গ্রহণ।

দুপুরে ঢাকা মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আবুল কাশেম এ হত্যা মামলার অভিযোগ গঠন করেন। ফলে আনুষ্ঠানিকভাবে রিশা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হলো। অভিযোগ গঠন শেষে আদালত ওবায়দুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলায় অন্য কারও সম্পৃক্ততা পাওয়ায় যায়নি। গত ২৪ সেপ্টেম্বর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনের ফুটওভার ব্রিজের ওপর রিশাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওবায়দুল। রিশাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর ২৮ সেপ্টেম্বর মারা যান রিশা।