ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

বর্জ্য শোধনাগার নির্মানের দাবী চামড়া শিল্প সংশ্লিষ্ঠদের

প্রকাশিত : ০৫:২৯ পিএম, ১৭ এপ্রিল ২০১৭ সোমবার | আপডেট: ০৫:৫৬ পিএম, ১৭ এপ্রিল ২০১৭ সোমবার

হেমায়েতপুরে বরাদ্দকৃত প্লট দ্রুত হস্তান্তরের পাশাপাশি বিশ্বমানের বর্জ্য শোধনাগার নির্মানের দাবী জানিয়েছেন চামড়া শিল্প সংশ্লিষ্ঠরা। বিসিকের ষড়যন্ত্রের কারনে এ শিল্পের এমন অচলাবস্থা বলেও অভিযোগ তাদের। এছাড়া চলতি মাসের মধ্যে ঘোষিত ৯ দফা দাবী মানা না হলে দেশব্যাপী আন্দোলন করার কথাও জানান তারা।

চলতি মাসের ৮ তারিখে গ্যাস-বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করার পর মুলত অচল হয়ে পড়ে হাজারীবাগের চামড়া শিল্প। পরিবেশবাদী সংগঠন ও বিসিকের ষড়যন্ত্র কে দায়ী করে আসছেন চামড়া ব্যাসায়ীরা।

চামড়া খাতের বর্তমান সংকট নিরসনে ১৯ টি সংগঠনের ডাকে এই মতবিনিময় সভা। ৯ দফা দাবী বাস্তবায়নের আহ্বান জানিয়ে বক্তারা তুলে ধরেন এ শিল্পে ক্ষয়-ক্ষতির পরিমান।

হেমায়েতপুরে বরাদ্দকৃত প্লট দ্রুত হস্তান্তরের পাশাপাশি বিশ্বমানের বর্জ্য শোধনাগার নির্মানের দাবী জানান সংগঠনের নেতারা। ক্যামিকেল ব্যবসায়ীদের জন্যও জায়গা বরাদ্দে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

জমি বরাদ্দের পর বিসিকের ভুমিকা প্রশ্নবিদ্ধ বলে দাবী করেন হাইড এন্ড স্ক্রিন মার্চেন্ট-এর চেয়ারম্যান। এছাড়া ৯ দফা দাবী বাস্তবায়ন করা না হলে চলতি মাসেই দেশব্যাপী আন্দোলনের কথাও জানান তিনি।

চামড়া শিল্পে জড়িত শ্রমিক ও কর্মজীবীদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান বক্তারা

আরও দেখুন (ভিডিও)