ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২৭ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ৩০ জুলাই ২০২০ বৃহস্পতিবার

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে করোনার প্রাদুর্ভাবে সাময়িক কর্মহীন কিন্ডার গার্ডেন বিদ্যালয়ের শিক্ষক, প্রতিবন্ধী শিশুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে ৫শ জনের মাঝে ৫ লাখ টাকার সহায়তা প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। 

এ সময় জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।   

এআই//এমবি