ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

শেষ মুহূর্তে জমে উঠেছে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা

প্রকাশিত : ০৬:০৫ পিএম, ১৭ এপ্রিল ২০১৭ সোমবার

শেষ মুহূর্তে জমে উঠেছে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নানা বয়েসী মানুষের পদচারণায় উৎসব মুখর মেলা প্রাঙ্গন। তবে দর্শনার্থীর উপস্থিতি ভালো থাকলেও আশানুরূপ বেচাকেনা হচ্ছে না বলে জানিয়েছেন বিক্রেতারা।

প্রতিবছরের মতো নগরীর পলোগ্রাউন্ডে ২৫ তম আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন করে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। মেলার বেশির ভাগ স্টল সাজানো হয়েছে গৃহস্থালি পণ্য, তৈরি পোশাক, প্রসাধনী ও জুয়েলারি দিয়ে। পণ্যের গুণগত মান ভেদে মেলায় বিভিন্ন পণ্য ক্রয়ের উপর দেয়া হচ্ছে ৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়।

মেলার শুরুর দিকে ক্রেতার উপস্থিতি কম থাকলেও এখন বেচাকেনা ও দর্শনার্থী বেড়েছে বলে জানান বিক্রেতারা।

তবে অনেক বিক্রেতা বলছেন গত বছরের তুলনায় এ বছর বৈরী আবহাওয়া-সহ নানা কারনে ৬০ শতাংশ কম বেচাকেনা হয়েছে।

চার লাখ বর্গফুট জায়গা জুড়ে অনুষ্ঠিত এ মেলায় এবার দেশী বিদেশী সাড়ে চারশ প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলছে মেলা।


আরও দেখুন (ভিডিও)