ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

প্রতি সপ্তাহে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘোষনা উত্তর কোরিয়ার

প্রকাশিত : ০৯:১৭ এএম, ১৮ এপ্রিল ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৯:৪৬ এএম, ১৮ এপ্রিল ২০১৭ মঙ্গলবার

এখন থেকে প্রতি সপ্তাহে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘোষনা দিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার জবাবে এ হুমকি দিলো দেশটি।

দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী হ্যান সং-রিওল বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। পিয়ং-ইয়ং সাপ্তাহিক, মাসিক ও বার্ষিকভিত্তিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে বলে হুমকি দেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিন তিনি। হামলার জবাব দিতে সার্বিকভাবে প্রস্তুত উত্তর কোরিয়া। এর আগে উত্তর কোরিয়ার বিষয়ে ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেছে বলে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।