ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

বার্গার-ফ্রেঞ্চফ্রাই খেতে গিয়ে ৫ হাজার ডলার জরিমানা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২ পিএম, ৩০ জুলাই ২০২০ বৃহস্পতিবার

করোনা মহামারীর মধ্যে লকডাউন উপেক্ষা করে বার্গার এবং ফ্রেঞ্চফ্রাই খেতে গিয়েছিলেন তিন অস্ট্রেলিয়ান। আর এতেই পড়লেন মহা ফ্যাসাদে। পুলিশের হাতে ধরা খেয়ে মোটা অংকের অর্থদণ্ডের মধ্যে পড়েছেন তারা।

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে কঠোর লকডাউন থাকা সত্ত্বেও ঐ তিনজন গাড়িতে করে ম্যাকডোনাল্ডস নামক এক রেস্তোরাঁয় বার্গার, ফ্রেঞ্চফ্রাই খেতে যাচ্ছিলেন। এ তিনজনকে প্রায় পাঁচ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম উল্লেখ করেছে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, কারফিউ’র সময়ে তারা তিনজন গাড়িতে যাওয়ার সময় পুলিশ তাদের গাড়ি থামায়৷ জানতে পারে তারা তিনজন তিন জায়গার বাসিন্দা হয়ে অবৈধ হওয়া সত্ত্বেও লকডাউনে দেখা করেছে। 

উল্লেখ্য, ভিক্টোরিয়ার মেলবোর্ন-এ তিন সপ্তাহ আগে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে আবারও নতুন করে লকডাউন করা হয়। আগামী ছয় সপ্তাহ এই লকডাউন থাকবে।

এমএস/এনএস