ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ২০ ১৪৩১

ভুটান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৯:৪২ এএম, ১৮ এপ্রিল ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০১:৩৩ পিএম, ১৮ এপ্রিল ২০১৭ মঙ্গলবার

রাষ্ট্রীয় সফরে ভুটানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

এসময় শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদানের পাশাপাশি ভুটানের ঐতিহ্যবাহী স্কার্ফ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাকে নিয়ে যাওয়া হয় লা মেরিডিয়ান হোটেলে। তিন দিনের এই সফরে শেখ হাসিনা অংশ নেবেন অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে। এছাড়াও দ্বি-পাক্ষিক সফরে দুই দেশের মধ্যে বিদ্যুত, যোগাযোগ ও বাণিজ্য বিষয়ক ৬টি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। আজই দুই দেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে। শেখ হাসিনা সাক্ষাত করবে ভুটানের রাজা ও রানির সঙ্গে। তিনদিনের সফরে সকালে থিম্মুর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে বিদায় জানান, মন্ত্রিসভার সদস্য ও সামরিক বেসামরিক কর্মকর্তারা।