ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ১৮ এপ্রিল ২০১৭ মঙ্গলবার

দুদকের দায়ের করা মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আদালত এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করার জন্য ৯ মে দিন ধার্য করেন।

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগের মামলায় দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই পরোয়ানা জারি করেন। এছাড়া, আদালত তার মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন। ২০০৮ সালের ৭ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের দায়ে ঢাকার রমনা থানায় মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন। গত বছরের ৪ ফেব্র“য়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় সাক্কুর বিরুদ্ধে ৪ কোটি ৫৭ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং এক কোটি ১২ লাখ ৪০ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়।