শেখ হাসিনার সাথে ভূটানের প্রধানমন্ত্রীর বৈঠক
প্রকাশিত : ০৭:২০ পিএম, ১৮ এপ্রিল ২০১৭ মঙ্গলবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভূটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে’র বৈঠকে দু-দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক অরো জোরদার করার বিষয়ে ঐকমত্য হয়েছে। এর আগে দেশটির রাজা ও রানীর সাথে সাক্ষাত করেন প্রধানমন্ত্রী। কিছুক্ষনের মধ্যেই দ্বৈত কর পরিহার, অভ্যন্তরীণ নৌ-রুট ব্যবহার, বিদ্যুৎ, যোগাযোগ ও বাণিজ্যসহ ছয়টি চুক্তি এবং সমঝোতা স্মরক সই হওয়ার কথা রয়েছে।
তিন দিনের রাষ্ট্রীয় সফওে প্রধানমন্ত্রী পারো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদানের পাশাপাশি ভুটানের ঐতিহ্যবাহী স্কার্ফ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মঙ্গলবার দুপুরে ভূটানের রাজপ্রাসাদের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় যোগ দেন শেখ হাসিনা। রাজা ও রানীর সাথে মিলিত হন এক সৌজন্য সাক্ষাতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার প্রশংসা করেন তারা।
শেখ হাসিনার পরে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে ভূটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে’র সাথে দ্বি-পাক্ষিক বৈঠক করেন। এরপরই শুরু হয় চুক্তি ও সমঝোতা স্মরক সই এর আনুষ্ঠানিকতা।
বুধবার প্রধানমন্ত্রী অংশ নেবেন অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে। দেশে ফিরবেন ২০ এপ্রিল। থিম্পুর উদ্দেশ্যে মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দও ছেড়ে যান তিনি। বিমানবন্দরে বিদায় জানান মন্ত্রিসভার সদস্য ও সামরিক বেসামরিক কর্মকার্তারা।