ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

পোল্ট্রি খাদ্য, কৃষি উপকরণ, সিএনজির সরঞ্জাম কর প্রত্যাহারের দাবী

প্রকাশিত : ০৭:২৬ পিএম, ১৮ এপ্রিল ২০১৭ মঙ্গলবার

পোল্ট্রি খাদ্য ও কৃষি উপকরণ এবং সিএনজির সরঞ্জাম কর প্রত্যাহারের দাবী জানিয়েছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুরে আসন্ন বাজেট উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে আয়োজিত বৈঠকে এ দাবী জানান তারা। মোবাইল অপারেটর কোম্পানীগুলোর কর নীতি শিথিলেরও দাবী তাদের।

২০১৭-১৮ অর্থ বছরের বাজেটকে সামনে রেখে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে নিয়মিত বৈঠকের অংশ হিসেবেই এই মতবিনিময় সভা।

সভায় পোল্ট্রি, সিএনজি ফিলিং স্টেশন, কৃষি উপকরণ, জুয়েলারী সমিতি-সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন। সিএনজি ব্যবহারের কারনে স্বাস্থ্যখাতে বার্ষিক সাশ্রয় ৩হাজার ২শ কোটি টাকা। তাই এটিকে বিবেচনায় নিয়ে আয়কর বাতিলের দাবী জানান ব্যবসায়ীরা। এছাড়া কৃষক বান্ধব নীতি বাস্তবায়নে বালাইনাশক শিল্পপন্যে আমদানী কর প্রত্যাহারেরও দাবী তাদের।

জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অসহযোগিতার কথাও বলেন কেউ কেউ। ক্ষুদ্র ব্যবসায়ীরা উপেক্ষিত মন্তব্য করে উঠে আসে অনলাইন ভ্যাট আদায় সহজ করার দাবী। আর কালোবাজারি বন্ধে কঠোর নীতি বাস্তবায়নের দাবি জুয়েলার্স সমিতির।

এদিকে কর পরিশোধে গোপনীয়তা পরিহার করার আহবান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

পরে রাজস্ব বোডের্র সাথে বৈঠক করেন মোবাইল অপারেটর কোম্পানীর প্রতিনিধিরা। সেসময় ইন্টারনেট কাস্টমার ভ্যাট কমানোর দাবী জানান তারা।