ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

এবার আক্রান্ত ভারতের কর্নাটক রাজ্যের মুখ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯ এএম, ৩ আগস্ট ২০২০ সোমবার

ভারতের কর্নাটক রাজ্যের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১১ টায় ইয়েদুরাপ্পা নিজেই টুইটারে তার আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন।

টুইটারে মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা লিখেছেন, ‘আমি কোভিড পজিটিভ। যদিও আমি ভালো আছি। চিকিৎসকদের পরামর্শ মেনে আমি হাসপাতালে ভর্তি হচ্ছি। গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের অনুরোধ করছি সেল্ফ কোয়ারেন্টাইনে থাকতে এবং করোনা পরীক্ষা করাতে।’
এসএ/