ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান পাকিস্তানিদের ভিত কাঁপিয়ে দিয়েছিল (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার | আপডেট: ০৩:৫২ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত হয়েছে বহু গান। ঔপনিবেশিক পাকিস্তানি শাসনের ভিত কাঁপিয়ে দেয়া বঙ্গবন্ধুকে নিয়ে লেখা অনেক গান ছিল মুক্তিযোদ্ধাদের প্রেরণা। জীবন ভর জাতির পিতা বেয়ে চলেছেন নির্যাতিত জনগণের নাও। পচাত্তরের ১৫ই আগস্টের রক্তাক্ত ইতিহাসের পর জাতির পিতাকে হারানোর বেদনাও ফুটে উঠেছে গানে গানে। 

পাকিস্তানি শোষন-বঞ্চনার বিরুদ্ধে মুজিবের প্রতিবাদ। বাঙালিকে তিনিই দেখিয়েছেন আশা, দেখিয়েছেন নতুন দিনের স্বপ্ন। আর সেই ঝঞ্ঝা-বিক্ষুব্ধ সময়, নতুন স্বপ্ন, নেতা বঙ্গবন্ধুর প্রতিবাদ- সব কিছুই গান হয়ে ফুটে উঠেছে শিল্পীর কণ্ঠে।  

বঙ্গবন্ধু শোষিত-বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। তিনিই টেনে নিয়েছেন নির্যাাতিত জনগণের নাও।  

স্বাধীনতার স্বপ্নে প্রতিটি বাঙালির অন্তরে ধ্বনিত হয়েছিল মুক্তির বারতা। যার মুলে ছিলেন বঙ্গবন্ধু।

 স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীত শিল্পী তিমির নন্দী বলেন, তাদের গাওয়া প্রতিটি গানই মানুষকে উজ্জীবিত করলেও তিনি মনে করতেন, তিনি তো কণ্ঠ দিয়ে যুদ্ধ করছেন কিন্তু যারা ফ্রন্টে যুদ্ধ করছে তারা তো আরো বেশি কষ্ট করছে।

পাকিস্তানের কারাগার থেকে যখন দেশে ফিরলেন বঙ্গবন্ধু তখন গানে গানে ভালোবাসার কথাই জানিয়েছে বাঙালি। 

জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্রে জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করা হয়। চারদিকে শূন্যতা। পিতার দরাজ কণ্ঠ শোনার আকুতি ফুটেছে শিল্পীর কণ্ঠে। 

এরকমভাবে এক একটি গান যেন ইতিহাসের কথা বলে, বঙ্গবন্ধুর কথা বলে। 

এসইউএ/এমবি