ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

ঢাবি ও সুপ্রিম কোর্টের আঙিনায় বেড়েছে কাঠবিড়ালীর আনাগোনা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০০ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার | আপডেট: ০৪:০৫ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার

কোলাহলহীন শান্ত সবুজ প্রকৃতিতে কাঠবিড়ালীর বাস। করোনাকালের ছুটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সুপ্রিম কোর্টের সবুজ আঙিনায় বেড়েছে কাঠবিড়ালীর আনাগোনা। অলস দুপুরে গাছ থেকে গাছে ছুটে চলা।

উল্টো পথে হাটা। গাছ বেয়ে সুরসুরিয়ে মাটিতে নেমে আসা। আবার দুরন্তগতিতে গাছের ডালে। মায়াবী চেহারার কাঠবিড়ালির অলস দুপুরে দূরন্ত ছোটাছুটি। হঠাৎই থামছে সবুজ আঙিনায়, কুট কুট করে খাচ্ছে কচি ঘাস। সামনের পায়ে ভর দিয়ে আবারো লাফিয়ে চলা। লাফিয়ে লাফিয়ে এক ডাল থেকে আরেক ডালে। ৫-৭ ফুট পর্যন্ত লাফাতে পারে কাঠবিড়ালিরা। গুড়-মুড়ি না পেলেও পেয়ারা তার খুব পছন্দের। পেয়ারর মতো সব ফলই তাদের প্রিয়। 

অস্ট্রেলিয়া ও কুমেরু অঞ্চল ছাড়া পৃথিবীর সবখানেই আছে কাঠ বিড়লি। দৃষ্টিশক্তি তীক্ষ্ম, ডালপালার মধ্যেকার দূরত্ব মাপার মতো প্রখর বোধশক্তির কাঠবিড়ালী আছে ২শ ৮০ প্রজাতির। 
বাংলাদেশে আছে ৮ প্রজাতির কাঠবিড়ালি।  

এসইউএ/এমবি