ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

যেখানে সেখানে পশু কোরবানি আধুনিক নগর গড়ার অন্তরায় (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০৪ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার

ঈদুল আযহার অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা পশু কুরবানি। যেখানে সেখানে পশু কোরবানি আধুনিক নগর গড়ার অন্তরায়। বিষয়টি সমাধানে দরকার সমন্বিত উদ্যোগ আর সচেতনতা। নগর পরিকল্পকদের অভিমত, জীবাণুমুক্ত মেগাসিটি গড়তে এখনই  পদক্ষেপ নিতে হবে। 

কোরবানির শুরু থেকে পরবর্তী তিন দিন পশু কুরবানি করা হয় ধর্মীয় বিধান মতে । একদিনে প্রচুর পশু কোরবানি হয় বলে  নগরজুড়ে ছড়িয়ে পড়ে বর্জ্য। সিটি করপোরেশন দ্রুত ব্যবস্থা নিলেও দুর্গন্ধ ছড়ায় বেশ কিছুদিন। যা আধুনিক নগরব্যবস্থার পরিপন্থি।

নগর গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান প্রফেসর নজরুল ইসলাম বলেন, ঢাকা শহড় আধুনিক না হলেও ধরে নেই এটি আধুনিক যুগের শহর।

পাশাপাশি তিনি আরো বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব হলো  সামগ্রিকভাবে শহড়টির ভূমি পরিকল্পনা করা, সব রকমের কর্মকান্ডের জন্য যে জায়গাগুলো দরকার সেগুলো সঠিক স্থানে যেন অবস্থান করতে পারে।

প্রতিটি মহল্লার জন্য খোলা জায়গা থাকবে পার্ক থাকবে, খেলার জায়গা থাকবে মসজিদ ও অন্যান্য উপাসনালয় থাকবে, মসজিদের পাশে, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে পশু করবানি দেওয়ার মতো জায়গা রাখা যেতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, সমস্যাটি সমাধানযোগ্য।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর  সমন্বিত উদ্যোগ আর নাগরিকদের সচেতন সহযোগিতায় এ সমস্যার সমাধান সম্ভব- জানান এই বিশেষজ্ঞ। 

এসইউএ/এমবি