ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

হেলিকপ্টারে করে ঢাকায় করোনাক্রান্ত এমপি সালমা চৌধুরী 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার

করোনাভাইরাসে আক্রান্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। রাজবাড়ীর এই এমপিকে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।

সোমবার (৩ আগস্ট) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম এ কথা জানিয়েছেন।

তিনি জানান, সোমবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে সালমা চৌধুরীকে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুপুর ২টা ৩৫ মিনিটে রাজবাড়ী স্টেডিয়াম থেকে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। বর্তমানে তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিক্যালে নেওয়া হয়েছে।

জানা গেছে, উপসর্গ দেখা দিলে গত ২৮ জুলাই এমপির নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়। রোববার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এমপির ব্যক্তিগত সহকারী লালন আহমেদ সরদার জানান, সোমবার সকালে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। ফলে এমপি মহোদয়কে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। এছাড়া তার হার্টেও কিছু সমস্যা রয়েছে। এজন্য এখানকার (রাজবাড়ীর) ডাক্তাররা এমপিকে ঢাকা নিয়ে যেতে বলেছেন।

সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা রাজবাড়ীর সাবেক এমপি ওয়াজেদ আলী চৌধুরীর মেয়ে।

এএইচ/আরকে