ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

আধিভৌতিক নাটক ‘অপেক্ষার নীল প্রহর’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪১ পিএম, ৪ আগস্ট ২০২০ মঙ্গলবার

বাংলাভিশনের ঈদ অনুষ্ঠানমালায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রচার হবে ‘অপেক্ষার নীল প্রহর’। নাটকের ট্রেলারের পরতে পরতে রহস্যের হাতছানি। আর শেষ হয় মৃত্যু সংক্রান্ত আল কোরআনের গুরুত্বপূর্ণ আয়াত দিয়ে। 

সূরা আন নিসার ৭৮ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘তোমরা যেখানেই থাক না কেন; মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দূর্গের ভেতরেও অবস্থান কর, তবুও।’

বোঝা যাচ্ছে, গল্পের কেন্দ্রে রয়েছে মৃত্যু। আধিভৌতিক ধাঁচের নাটকটির শিরোনাম ‘অপেক্ষার নীল প্রহর’। চিত্রনাট্যের পাশাপাশি পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। দৃশ্যায়নে ছিলেন বিদ্রোহী দীপন।

অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সালেহা খানম নাদিয়া, বিজলি আহমেদ, হোসাইন আহম্মদ মাসুদসহ অনেকেই।

নাটকে আছে একটি গানও। কণ্ঠ দিয়েছেন রক্তিম দাস ত্রিদিব ও জেরিন তাসনিম রাত্রি।

এসএ/