ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী আজ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:১৬ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী আজ। মুক্তিযুদ্ধের এই সংগঠক স্বাধীন বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সাজিয়েছিলেন নতুনভাবে। প্রতিষ্ঠা করেন দেশের অন্যতম সেরা ক্লাব আবাহনী ক্রীড়া চক্র। শিল্পাঙ্গনেও ছিল শেখ কামালের সরব উপস্থিতি। বন্ধুদের আড্ডার মধ্যমনি শেখ কামালের ঝোক ছিলো সেতার বাদনে। রাজনীতি, সংস্কৃতি, ক্রীড়া সব ক্ষেত্রেই নিজেকে চিনিয়েছিলেন তিনি। শেখ কামালই হতে পারেন এ প্রজন্মের আদর্শ।

১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিবের বড় ছেলে শেখ কামালের। ভাইবোনের মধ্যে দ্বিতীয় শেখ কামাল শাহীন স্কুলের গণ্ডি পেরিয়ে, ঢাকা কলেজ এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগে ভর্তি হন। 

পাকিস্তান সরকার যখন রবীন্দ্র সঙ্গীত নিষিদ্ধ করলো। প্রতিবাদী শেখ কামালের নেতৃত্বেই সবখানে গাওয়া হয় কবিগুরুর গান। 

রণাঙ্গণের যোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ কামাল দেশ স্বাধীন হওয়ার পর সেনাবাহিনী ছেড়ে ফিরে আসেন ঢাকা বিশ^বিদ্যালয়ে। সলিমুল্লাহ মুসলিম হলের বাস্কেট বল টিমের ক্যাপ্টেন, ছায়ানটের সেতারের সেরা ছাত্র শেখ কামাল প্রতিষ্ঠা করেন ঢাকা থিয়েটার। অভিনয় প্রতিভা দিয়েও তিনি জয় করেন মানুষের হৃদয়। 

ক্রিকেটকে সবচে বেশি ভালোবাসতেন। করতেন পেস বোলিং। মুক্তিযুদ্ধের পর তিনি দেশের ক্রীড়াঙ্গনে আনেন আধুনিকতার ছোঁয়া। প্রতিষ্ঠা করেন আবাহনী ক্রিড়া চক্র। ১৯৭৩ সালে আবাহনীতে বিদেশি কোচ বিল হার্টকে এনে তাক লাগিয়ে দিয়েছিলেন। ভালোবেসে ঘরে তুলেছিলেন ক্রীড়াঙ্গণের মানুষ সুলতানা খুকুকে। বন্ধুদের প্রিয় শেখ কামাল ছিলেন সকল আড্ডার মধ্যমণি। 

আবাহনী ক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেন, শেখ কামাল প্রাণবন্ত একটা ছেলে ছিল, শেখ কামাল জাগিয়েছিলেন তরুণ-যুব সমাজকে। প্রজন্মের কাছে তিনিই হতে পারেন আদর্শ। 

শেখ কামাল বেঁচে থাকলে আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রীড়া, শিল্প সাহিত্যের সবক’টি জায়গায় নেতৃত্ব দিত বাংলাদেশ। 

এসইউএ/এমবি