ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

ফরিদপুরে বন্যার উন্নতি নেই, পানিবন্দী দুই লাখ মানুষ 

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৫৬ এএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

ফরিদপুরে নদ-নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে বন্যার তেমন একটা উন্নতি ঘটেনি। পানিবন্দী অবস্থায় অন্তত দুই লাখ মানুষ।

সরেজমিন ঘুরে দেখা যায়, কয়েকদিন ধরে ফরিদপুরের পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে। তবে পদ্মা, মধুমতি ও আড়িয়াল খাঁসহ বিভিন্ন নদ-নদীর পানি গত ১২ ঘণ্টায় ৩ সেন্টিমিটার কমে এখনও বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফলে জেলার ৭টি উপজেলার অন্তত ২ লাখ মানুষ এখনও পানিবন্দী হয়ে রয়েছে। তলিয়ে আছে মসজিদ, মাদ্রাসা, স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এসব এলাকার মানুষের বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের অভাব দেখা দিয়েছে।

এদিকে, বন্যার পানি দীর্ঘস্থায়ী হওয়ায় ধান, পাট, কলা, তিলসহ কয়েক হাজার হেক্টর বিভিন্ন ফসলি জমি নষ্ট হয়ে গেছে।

এআই/এমবি