ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

জার্মানি থেকে মার্কিন সেনাদের পোল্যান্ড নেওয়া হচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মানি থেকে মার্কিন সেনা সংখ্যা হ্রাস করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। যদিও এ ধরণের সিদ্ধান্তে জার্মানি বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সেই কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে ১১ অগাস্ট থেকে পোল্যান্ডসহ চেক প্রজাতন্ত্র, স্লোভেনিয়া ও অস্ট্রিয়া সফর শুরু করছেন। খবর ভয়েস অব আমেরিকা’র। 

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্ক এখন শীতল। এমতাবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প জার্মানি থেকে হাজার হাজার সেনাদের জার্মানি থেকে পোল্যান্ডে নিয়ে যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন।

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা’র সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সখ্যতার কারণে জার্মানিকে অগ্রাহ্য করে তিনি পোল্যান্ডে সেনাদের মোতায়েনের সিদ্বান্ত নেন বলে মনে করছেন বিশ্লেষকরা। 

এমএস/এসি