ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২:৫১ পিএম, ২০ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৫৯ পিএম, ২০ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার

ভুটানে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক আরো উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি ভুটানে অধিক বাণিজ্যের দুয়ার উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

সকাল সাড়ে ৯টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা। বিমানবন্দরে মন্ত্রিপরিষদের সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এর আগে সকাল সাড়ে ৮টা ৫০ মিনিটে ভুটানের পারো আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটটি। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক, রাণী ড্রুক পেমা ওয়াংচুক এবং প্রধানমন্ত্রী শেরিং তোবগে’র সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এছাড়া বাণিজ্য বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে ৬ চুক্তি ও সমঝোতা সই হয়।