ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৪ ১৪৩১

৪০ অভিবাসী নিয়ে মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২ পিএম, ৮ আগস্ট ২০২০ শনিবার

(ছবি- এপি)

(ছবি- এপি)

প্রায় ৪০ জন অভিবাসী বহনকারী একটি নৌকা মৌরিতানিয়ার উপকূলে ডুবে গেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছে। এই ঘটনায় বেঁচে যাওয়া এক মাত্র ব্যক্তি গিনির বাসিন্দা এবং অন্যান্যরা সাব-সাহারা আফ্রিকার দেশসমূহের বাসিন্দা। খবর ভয়েস অব আমেরিকা’র।

জানা যায়, নৌকাটি ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিল। জাতিসংঘের শরণার্থী সংস্থার মুখপাত্র চার্লি ইয়াক্সলি এক টুইটে লেখেন, ‘এগুলো অনৈতিক এবং অসাধু পাচারকারীদের ভয়াবহ পরিণতি।’

 স্প্যানিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে ক্যানারি দ্বীপপুঞ্জে প্রায় ২ হাজার ৮০০ অবৈধ অভিবাসী পাড়ি জমিয়েছে যা গত বছরের একই সময়ের তুলনায় পাঁচ গুণ বেশি। অভিবাসীরা আফ্রিকায় দারিদ্র্য এবং যুদ্ধ থেকে বাঁচতে এবং ইউরোপীয় ইউনিয়নে একটি উন্নত জীবনের জন্য সেখানে প্রবেশ করে। 

উল্লেখ্য, গত ডিসেম্বরে মৌরিতানিয়ার উপকূলে গাম্বিয়া থেকে একটি শরণার্থী ভর্তি নৌকা ডুবে যাওয়ায় ৬০ জনেরও বেশী অভিবাসী মারা যায় এবং ৮০ জন সাঁতার কেটে তীরে উঠে আসেন। 

এমএস/