ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

নবীনগরে বন্যায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০২:৩০ পিএম, ৮ আগস্ট ২০২০ শনিবার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর গ্রামে বন্যার পানিতের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় ১২ একর জমির ফসল তলিয়ে গেছে। 

জমির মালিক মো. জাকির হোসেন জানান, ‘তিনি ৮ বিঘা জমি চাষাবাদের জন্য কৃষ্ণনগর গ্রামের মো. আমজাত হোসেনের কাছ থেকে তিন বছরের জন্য লিজ নেন। জমিতে ধনিয়া পাতা, চাল কুমড়া, শশা, কড়লা, বরবটি ও লাউ চাষ করেন। ফলন হয়েছিল বাম্পার। কিন্তু দেশে মহামারি করোনার কারণে বাজার মূল্য কম থাকায় লাভবান হতে পারেননি। তারপরও নতুন করে বরবটি ও লাউ আবাদ করেন। পূর্বের ন্যায় ফলন ভাল হলেও বাধ সাধে বন্যা।’ 

অতি বৃষ্টিতে সকল ফসল তলিয়ে যায়। এতে তিনি ব্যাপক ক্ষতির মুখে পড়েন। ধারদেনা করে প্রয়া ৫ লাখ টাকা জমিতে বিনিয়োগ করেছিলেন। এখন দিশেহারা হয়ে পড়েছেন, এমতাবস্থায় সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা কামন করেন তিনি। 

এ ব্যাপারে নবীনগর উপজেলা কৃষ্ণনগর ইউনিয়নের উপসহকারী-কৃষি কর্মকর্তা বলেন,‘আমরা কৃষকের ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করে কর্মকর্তদের কাছে পাঠিয়েছি। সরকার থেকে যদি কোন প্রণোদনা দেওয়া হয়, তাহলে আমরা কৃষকের তালিকা করে তাদের মাঝে প্রদান করব।’

এআই//এমবি