ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

এমদাদ হোসেনের পাঁচ কবিতা 

এমদাদ হোসেন

প্রকাশিত : ১২:৪২ পিএম, ৯ আগস্ট ২০২০ রবিবার | আপডেট: ১২:৫১ পিএম, ৯ আগস্ট ২০২০ রবিবার

এমদাদ হোসেন

এমদাদ হোসেন

প্র বৃ ত্তি

চৈত্র খরায় এক পশলা বৃষ্টি হয়ে যদি ঝরি 
তুমি ভিজবে কি?
প্রভাত শিশির হয়ে যদি
নরম নিটোল পা ছুঁয়ে দিতে চাই
নগ্ন পায়ের সুমতি হবে কি?
যদি হই সমীরণ 
এলো চুলে জানালায় একবার দাঁড়াবে কি?।
দরজা ডিঙ্গিয়ে একটু উঠোনে এসো
অর্ধ চন্দ্রের আলোয় দেখি তোমার নাকফুল।
হাতের চুড়ি গুলো বাজিয়ে দিও, বাতাস থেমে গেলে
কান পেতে শুনে নেবো তার সুর।

 

বেঁ চে  থা কু ক  যু গ ল

এ কিছুটা সস্তা সহানুভূতি, সমাদর ও নয়।
কোন আশকারা নেই,আকুতি নেই,
চাওয়া পাওয়া প্রত্যাশাও, নেই।
কেবলি উপস্থাপন আপনার আপন সৌন্দর্যের, মাধুর্যের, মহত্ততার, কপটপতার।
তবুও কেন দৃষ্টি চেয়ে থাকে?
থাকে বিশেষ লক্ষ্যে, সুনির্দিষ্ট প্রয়াসে,
কিছু অনিয়ন্ত্রিত ভাললাগায়,
পর্যবেক্ষণের মাদকতায়।
সব পাওয়াই একদিন ম্লান হয়
হয়তো চাওয়াকে আঁকড়ে ধরেই.....
থাক রচনা যুগলচিত্তের অর্থহীন সাতকাহন, 
যুগল বাঁচুক যার যার আপন প্রবৃত্তিতে।

 

ন ব নি তা

অজ্ঞাতে আগুন্তক হয়ে চুপিসারে তোমার পিছু নেব হে নবনিতা,
নাছোড়বান্দা মন! ফিরিয়ে দিবে কি করে,কোন সামর্থ্যে!
চেনা নেই, জানা নেই, তবু কত জনমের যেন তুমি চির পরিচিতা।
খোলা হাওয়ায়, বৃষ্টির চাটে,
তোমার উড়ো চুলে,
ধুলো হয়ে মরে জন্মাবো সহস্রবার।
তুমি দেখবে না, তুমি দেখবে, তুমি মনে করবে,  ভুলে যাবে,
তোমাতে মিশে যাবো চিরতরে,
আমাতে সমর্পিত হলেও হবে কোন একদিন, মাস, অথবা বছর পরে।
না হলেও অনুশোচনা নেই.........
স্মৃতিতে থাকবে যত্নে, সম্মানে, শ্রদ্ধায়,
প্রেম-অপ্রেম অভিলাষ, অনুতাপে।
নবনিতা!!!!!!

 

কি  যা চ্ছে  তা ই  তু মি

ইস! কোথাও নেই তুমি,
অযথা তোমাকে প্রয়োজন,
মনে হয় দরকার, খুব দরকার,
আদতে না! একদম না।
তবুও খুঁজি, অকারণেই খুঁজি,
অপ্রয়োজনে তোমাকে চাই,
কাছাকাছি না পেলে মনে হয়,
কোথাও কেউ নাই, মৃত স্তব্ধ পৃথিবী।
কি যাচ্ছেতাই তুমি!

 

অ পা র গ তা য় 

ব্যক্ততার কোন ভাষা নেই, কোন শব্দ সামর্থ্য নেই, প্রবৃত্তি ও খুব ক্ষীণ! 
অযথা চেয়ে থেকোনা মহান স্রোতার মত। ক্রমশ তাতে চূর্ণ হতে থাকবো।
নিশ্চুপ নিরবতা, নিভৃত নিরালা, পাথর স্তব্ধীভূত মৌনতায়, 
আমি কিছু অন্ধকার নিয়ে মাতাল হব, এক নারকীয় তামসায় নিজেকে লুকাবো।
উঠো, লন্ঠন লয়ে ফিরে যাও! 
আমার ফিরে আসা নয়, আমার অপারগতা নিয়ে ভেবো।
হয়তো কোন একদিন! হয়তো কোন অবেলায়,
নয়তো ভুলে যেতে যেতে কোন তামস্রী অমাবস্যায়, বুঝবে! 
কেন হারিয়ে গেছি চিরতরে কোন অসামর্থ্যতায়।

এআই/এসএ