ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

গাংনীতে করোনায় ভ্যান চালকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৫৩ পিএম, ৯ আগস্ট ২০২০ রবিবার

মেহেরপুরের গাংনীতে করোনা আক্রান্ত হয়ে সাদেক আলী (৫৫) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার রাইপুর ইউনিয়নের গজাড়িয়া হেমায়েতপুর গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ভাইরাসটির শিকার হয়ে ৮ জনের মৃত্যু হলো।

হাসপাতাল ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, দুই সপ্তাহ আগে সাদেক আলীর সর্দি জ্বর ও শ্বাসকষ্ট হওয়ায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। নমুনা প্রদানের পরদিন কুষ্টিয়া পিসিআর ল্যাবে তার করোনা পজিটিভ বলে নিশ্চিত করে স্বাস্থ্য বিভাগ।

এরপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি তার নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে আজ মারা যান তিনি।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রিয়াজুল আলম বলেন, 'সাদেক আলীর মৃত্যুর বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরা দাফন কাফনের ব্যবস্থা করে।'

উপজেলা নির্বাহী অফিসার সেলিম শাহনেওয়াজ বলেন, 'সরকারি নিয়ম অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশনের কর্মীদের মাধ্যমে দুপুরে তার দাফন কাফন সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে।'

এআই//আরকে//