ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৬ ১৪৩১

বিষাক্ত ভাইরাসে হুমকির মুখে ইউরোপের উভচররা

প্রকাশিত : ১২:৪০ পিএম, ২১ এপ্রিল ২০১৭ শুক্রবার | আপডেট: ০১:২০ পিএম, ২১ এপ্রিল ২০১৭ শুক্রবার

বিষাক্ত বি স্যালেমানড্রিভোরানস নামের এক ভাইরাসের কারণে হুমকির মুখে ইউরোপের উভচররা। এরইমধ্যে নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানিতে ভাইরাসের সংক্রমনে হারিয়ে যাচ্ছে বহু উভচরের বিভিন্ন প্রজাতি। শিগগির জরুরি পদক্ষেপ না নিলে ইকো সিস্টেমে বিপর্যয় নেমে আসবে বলে আশঙ্কা গবেষকদের।

বিষাক্ত এক ভাইরাসের আক্রমণে হুমকির মুখে এই উভচররা। ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া বি স্যালেমানড্রিভোরানস নামের ভাইরাসের সংক্রমনে অনেক প্রজাতিই এখন বিলুপ্তির পথে।

কয়েক বছর আগে উত্তর ইউরোপে প্রথম ধরা পড়ে এ ভাইরাস। ২০১৪ সালে নেদারল্যান্ডসে এর সংক্রামনে প্রাণ হারায় ফায়ার স্যালামেন্ডারস নামে বহু উভচর। এরপর বেলজিয়াম ও জার্মানিতেও ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হয়।

ভাইরাসটির আক্রমণে প্রাণীগুলোর প্রজনন ক্ষমতা নষ্ট হওয়ার পাশাপাশি দেহের অভ্যন্তরীণ কার্যকলাপ অচল হয়ে পড়ে। এরইমধ্যে ইউরোপে ১২ টি প্রজাতির প্রাণী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

সম্প্রতি এক গবেষণার পর ইউরোপেজুড়ে এ ভাইরাসের বিরুদ্ধে জরুরি নজরদারির কথা বলেছেন গবেষকরা। ভাইরাসটির প্রভাবে বিভিন্ন প্রজাতির উভচর একেবারে বিলুপ্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা তাদের। এমনকি কোন কোন প্রজাতির পাখিও এতে সংক্রমিত হতে পারে।

ভাইরাসটির বিরুদ্ধে এখনও নেই তেমন কোনো প্রতিরোধ ব্যবস্থা। তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্রেও এ বিষয়ে গবেষণা শুরু হয়েছে।


আরও দেখুন