ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

নড়াইলের সিভিল সার্জন করোনা আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৫ পিএম, ১০ আগস্ট ২০২০ সোমবার

নড়াইলের সিভিল সার্জন ডাক্তার আবদুল মোমেন করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) তার করোনা রিপোর্ট ‘পজিটিভ’আসে। 

তিনি জানান, বর্তমানে তার জ্বর, গলা ব্যথা এবং সামান্য সর্দিকাশি রয়েছে। তিনি বাসায় আইসোলেশনে আছেন।

এদিকে গত ২৪ ঘন্টয় জেলায় নতুন করে ছয়জন করোনা আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ১৩ চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের ৫৩ জন, ২৭ পুলিশ সদস্য, ২৯ জন সেনা সদস্যসহ জেলায় মোট ৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ চিকিৎসকসহ ৬২৪ জন সুস্থ হয়েছেন এবং ১৩ জন মারা গেছেন।
কেআই//