ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

ট্যানারি বন্ধে শ্রমিকরা এখন বেকার

প্রকাশিত : ০১:৩১ পিএম, ২১ এপ্রিল ২০১৭ শুক্রবার

ট্যানারি বন্ধের পর রাজধানীর হাজারীবাগ এলাকা এখন সুনসান নিরব। চাকরি হারিয়ে অনেকেই দিশেহারা। হঠাৎ বেকার এসব শ্রমিকদের বেশিরভাগই নারী। কবে কিভাবে কোথায় হবে কাজের সংস্থান তাও জানেন না তারা। 

ছিল কাজ, ছিল ব্যস্ততাও। কারখানা বন্ধের পর এখন পাল্টে গেছে জীবনের রুটিন। বেতন বন্ধ হয়ে যাওয়ায় সারাক্ষণ উদ্বেগ উৎকণ্ঠায় জীবন পার করছেন। অনেকের কাছে এ যেন কল্পনা। কারণ ক’দিন আগেও যাদের ছিল সাজানো গোছানো সংসার তাতে এখন শুধুই দুঃখের বসতি।

মালিকপক্ষ বলছে, তারা সব সময়ই ছিলেন শ্রমিকবান্ধব।

হাজারীবাগের ট্যানারিগুলোতে যারা কাজ করেছেন তার একটি বড় অংশই নারী শ্রমিক। কারখানা সরিয়ে নেয়ায় তাদের ঁেবচে থাকার স্বপ্ন ভাঙ্গা কাচের মতো। এমনকি আগামী মাসে পরিজনদের খাবার জুটবে কিভাবে তাও অনিশ্চিত।


আরও দেখুন