ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

করোনা রোগীদের জন্য খাবার পাঠালেন জেলা প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৫:০১ পিএম, ১১ আগস্ট ২০২০ মঙ্গলবার

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মাষ্টমী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত ৬ জন ভারতীয় রোগী ও দায়িত্বরত চিকিৎকদের জন্য খাবার পাঠিয়েছেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের দেয়া শুভেচ্ছা বার্তা ও খাদ্য সামগ্রী আইসোলেশনের দায়িত্বে থাকা চিকিৎসকদের হাতে তুলে দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- লাড্ডু, তিন ধরনের মিষ্টি ও নয় ধরনের ফলমূল।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশে আমরা আইসোলেশনে থাকা রোগীদের জন্য খাদ্য সামগ্রী নিয়ে এসেছি।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ৬ জন ভারতীয় রোগী রয়েছেন। তারা যেন নিজেদেরকে একা না ভাবেন, সেজন্যই জেলা প্রশাসক স্যারের এই প্রয়াস। 

তিনি আরও বলেন, জেলা প্রশাসন করোনা আক্রান্তদের পাশে ছিল, আছে এবং থাকবে।

এনএস/