ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

একদিনের জন্য বন্ধ হিলি স্থলবন্দর 

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ০৫:১৬ পিএম, ১১ আগস্ট ২০২০ মঙ্গলবার

ভারতীয় ব্যবসায়ী অশোক কুমার আগরওয়ালার মৃত্যুতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। 

হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, ‘গত ৮ আগস্ট (শনিবার) ভারতের হিলি এক্সপোটার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অশোক কুমার আগরওয়ালা আকস্মিকভাবে মারা যান। তার প্রতি শ্রদ্ধা জানাতে আজ মঙ্গলবার বন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রেখেছেন ভারতের হিলি এক্সপোটার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশন। সে মোতাবেক আমরাও সকল কার্যক্রম বন্ধ রেখেছি।’

আগামীকাল বুধবার পুনরায় বন্দরের সকল কার্যক্রম চালু হবে।

এআই//এমবি