ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

কওমী মাদ্রাসায় জঙ্গি সৃষ্টি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ২১ এপ্রিল ২০১৭ শুক্রবার

কওমী মাদ্রাসা শিক্ষার আলো ছড়ায়, সেখানে জঙ্গি সৃষ্টি হয় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

সকালে রাজধানীর উত্তরা আজমপুরে, জঙ্গি ও সন্ত্রাস দমনে আলেম-ওলামা সমাবেশে তিনি আরো বলেন, শুধু হেফাজতের নয়, যত মামলা আছে সবই আইন অনুযায়ী চলছে; তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী হেফাজতের সঙ্গে বৈঠক করেননি, তিনি কওমী মাদ্রসাবোর্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে, দীর্ঘ দিনের সমস্যা সমাধান করেছেন। যারা কওমী মাদ্রাসার বিরুদ্ধে অপ্রচার করছেন তারা সমাজে বিশৃংখলা সৃষ্টির পাঁয়তারা করছে বলেও মন্তব্য করেন তারা।