ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

ধামইরহাটে ৩২৫টি ফলজ গাছ কাটলো দুর্বৃত্তরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২৩ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার

নওগাঁর ধামইরহাটে মঙ্গলবার রাতে কৃষকের ৩২৫টি ফলজ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত সীমান্তবর্তী জোতওসমান গ্রামে। এতে তিনজন কৃষকের প্রায় দুই লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

জানা গেছে,উপজেলার সীমান্তবর্তী জোতওসমান গ্রামের উত্তর মাঠে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় তিনজন কৃষক পাশাপাশি তিনটি ফলের বাগান তৈরি করেন। বাগানে প্রায় দেড় থেকে দুই বছর পূর্বে বিভিন্ন ফলের গাছ লাগানো হয়। গাছগুলো বেশ লকলকে ও তরতাজা হয়ে উঠে। মঙ্গলবার রাতে কে বা কারা বাগানের গাছগুলো ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে কেটে দেয়। জোতওসমান গ্রামের কৃষক মো.মোফাজ্জল হোসেন সরকারের এক একর জমির বাগানে দুর্বৃত্তরা ১২৫টি রুপালী-১০,বারী-৪ জাতের ৭৫টি আম এবং ২৫টি লিচু গাছ কেটে দেয়। এতে তার প্রায় দেড় লাখ টাকা ক্ষতি হয়। 

অপরদিকে পার্শের বাগানে আলহাজ্ব মো.মনছুর রহমানের সাড়ে ২৫ শতাংশ জমির ৬০ হাজার টাকা মূল্যের রুপালী-১০ জাতের ৬০টি আম গাছ কেটে দেয়। অপরদিকে কৃষক মো.আব্দুল গোফফারের সাড়ে ২৫ শতাংশ জমিতে রোপিত ৪০টি মাল্টা গাছ কেটে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় কৃষক গোফফার প্রায় ১০ হাজার টাকার ক্ষতির সম্মুখিন হন।
   
এই ব্যাপারে ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আবুল কালাম আজাদ বলেন,রাতের বেলা গাছকাটা নিঃসন্দেহে একটি জঘন্যতম অপরাধ। গাছ শুধু আমাদের বন্ধও নয় বেঁচে থাকায় অন্যতম উপাদান। এখনও পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
কেআই//