ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত নারীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২৭ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার | আপডেট: ০৪:২৯ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার

চুয়াডাঙ্গায় মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফারজানা তসলিমা (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।  

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ফারজানা তসলিমা আলমডাঙ্গা উপজেলার থানাপাড়ার আব্দুল গনির স্ত্রী। স্বাস্থ্য বিধি মেনে তার দাফন করা হবে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অবাসিক মেডিকেল অফিসার ডা. শামিম কবির বলেন, ফারজানা তসলিমা করোনা পরীক্ষার জন্য গত ৮ আগস্ট চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নমুনা দেন। পরের দিন তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। ১০ আগস্ট দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা আইসোলেশন নারী ওয়ার্ডে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে মারা যান। 

ওই নারী শ্বাসকষ্টে ভুগছিলেন। এছাড়া তিনি ডায়বেটিস, কিডনি জনিত ও হার্টের রোগী ছিলেন বলেও জানান ডা. শামিম কবির।

এদিকে, এই নিয়ে চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ জন নারী-পুরুষের মৃত্যু হলো। আর এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৯১ জন।

এনএস/