ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১২ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার

চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফারজানা তসলিমা (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত ফারজানা তাসলিমা আলমডাঙ্গা উপজেলার থানাপাড়া এলাকার আব্দুল গণির স্ত্রী। বুধবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামিম কবির জানান, ফারজানা তসলিমা করোনা পরীক্ষার জন্য ৮ আগস্ট চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নমুনা দেন। পরের দিন তার রিপোর্ট আসে করোনা পজিটিভ। ১০ আগস্ট দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা আইসোলেশন মহিলা ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই নারী শ্বাসকষ্ট,ডায়াবেটিক, প্রেসার ও কিডনি জটিলতায় ভুগছিলেন। 

তিনি আরও বলেন, স্বাস্থ্য বিধি ও সকল প্রকার নিয়ম-কানুন মেনে তার দাফন কাজ সম্পন্ন করা হবে।
কেআই//