ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৩ ১৪৩১

অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার | আপডেট: ১১:৩৭ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার

নওগাঁর সাপাহারে ভোক্তার অধিকার সংরক্ষণ রাখতে উপজেলার তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.শামীম হোসেন।

বুধবার বেলা ১১টায় উপজেলা সদরের চাঁদ বেকারিতে তৈরিকৃত কেক উন্মোক্ত স্থানে রাখা,নোংরা পরিবেশ ও কারিগরকারীদের মাক্স ও হ্যান্ড গ্লাবস ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৫ হাজার টাকা, উর্মী হোটেলের নোংরা পরিবেশে খাবার তৈরি করায় ৪ হাজার টাকা এবং যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ের নেওয়ার অভিযোগে বরেন্দ্র বাস কাউন্টারে কর্মরত লোকজনকে ২ হাজার টাকাসহ সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান চলার সময় সাপাহার থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানসহ এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেআই//