ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৪ ১৪৩১

জনগণকে বাদ দিয়ে নির্বাচনের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে

প্রকাশিত : ০৬:০৯ পিএম, ২২ এপ্রিল ২০১৭ শনিবার

জনগণকে বাদ দিয়ে নির্বাচনের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন- দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
নগরীর নাসিমন ভবনে অনুষ্ঠিত জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম নগর শাখার সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপিকে বাদ দিয়ে, জনগণকে বাইরে রেখে এদেশে আর কোনো নির্বাচন হবে না। জনগণ ভোট দিয়ে আগামীতে বৈধ সরকার ও বৈধ সংসদ গঠন করবে বলেও মন্তব্য করেন তিনি। সম্মেলনে কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও মহানগর বিএনপির সভাপতি ড.শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।