ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

শোকের মাসে বরগুনা জেলা প্রশাসনের বৃক্ষরোপণ 

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ০৫:৪০ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৫:৪১ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবসকে সামনে রেখে বরগুনা জেলার প্রশাসন বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কালেক্টরেট চত্বরে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। 

এ সময় তার সাথে ছিলেন সেক্টকর্স কমান্ডার ফেরাম মুক্তিযুদ্ধ ৭১’ বরগুনা জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

এ কর্মসূচির আওতায় ৮ হাজার ফলজ, বনজ এবং ওষুধি গাছ রোপণ করা হয় এবং সারা মাসব্যাপী আরও লক্ষাধিক গাছ রোপণ করা হবে বলে জানান জেলা প্রশাসক।
এর আগে সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল বিভাগীয় কমিশনারের সাথে বরগুনা জেলা প্রশাসক এই বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন ও সফলতার কথা ব্যক্ত করেন।

এআই/এমএস/