ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

বিশেষ ক্ষমায় মুক্তি পেয়েছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৪ কয়েদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯ পিএম, ১৪ আগস্ট ২০২০ শুক্রবার | আপডেট: ১১:১০ পিএম, ১৪ আগস্ট ২০২০ শুক্রবার

করোনাকালে সরকারের বিশেষ ক্ষমার আওতায় ঠাকুরগাঁওয়ে হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত  ৪ আসামী মুক্তি  পেয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে তারা একে একে বের হয়ে আসে। 

জেলার অধিবাসী লবানু বর্মন, মাজেদুর রহমান, তোফাজল হোসেন এবং নওগাঁ জেলার অধিবাসী হানুফা বেগম। তাদের মুক্তি দেওয়া হয়। আসামিরা প্রত্যেকে ২১ বছরের অধিক সময় কারা ভোগ করেছেন এবং ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারার ক্ষমতা বলে অবশিষ্ট কারাদন্ড মওকুফ করে মুক্তি প্রদান করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের সহকারী কারা মহা-পরিদর্শক আমিরুল ইসলাম জানান,এই আইনের আওতায় দেশের বিভিন্ন কারাগার থেকে এই পর্যন্ত মোট ৩২৯ কয়েদির কারাদন্ড মওকুফ করে মুক্তি দেওয়া হয়েছে।
কেআই//