ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

প্রধানমন্ত্রীর শোক

মুর্তজা বশীরের অবদান ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার

বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশের চিত্রকলার বিকাশে মুর্তজা বশীর যে অনন্য অবদান রেখেছেন তা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা যুগিয়ে যাবে।

আজ শনিবার (১৫ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (১৫ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

এদিকে, স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুর্তজা বশীরকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। 

মুর্তজা বশীরের মেয়ে মুনীরা বশীর জানান, স্বাস্থ্যবিধি সংক্রান্ত কাগজপত্র হাতে পাওয়া সাপেক্ষে শনিবার জোহর থেকে আসরের মধ্যবর্তী কোনো এক সময়ে তার বাবাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
এসএ/