ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

মেহেরপুরে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার

করোনা আক্রান্ত হয়ে মেহেরপুরে কলিম উদ্দীন (৫২) নামের এক হার্ডওয়্যার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোররাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

তিনি মেহেরপুর শহরের পৌর ঈদগা পাড়ার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনায় ৯ জনের মৃত্যু হলো।

স্থানীয়রা জানান, সম্প্রতি করোনা শনাক্ত হওয়ার পর নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন কলিম উদ্দীন। অবস্থার উন্নতি না হওয়ায় দুদিন আগে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। শুক্রবার দুপুরে তার অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলক কুমার দাস। 

তিনি জানান, বিধি মোতাবেক লাশ ইসলামী ফাউন্ডেশনের কর্মীরা জানাজা শেষে দাফন করেছেন।

এআই//এমবি