ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

ট্রাম্পের পরিবেশনীতির প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ

প্রকাশিত : ০৫:০৮ পিএম, ২৩ এপ্রিল ২০১৭ রবিবার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবেশনীতির প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ করেছেন বিজ্ঞানী ও গবেষকরা।
স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন ডিসিতে ‘মার্চ ফর সায়েন্স’ স্লোগানে বিক্ষোভে নামে হাজার হাজার বিজ্ঞানী-গবেষক ও শিক্ষার্থীরা। এসময় গবেষণা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ট্রাম্পে বাজেট কমিয়ে নেয়ার ব্যাপক সমালোচনা করেন তারা। এছাড়া নিউইয়র্ক, বোস্টন, লস অ্যাঞ্জেলেস ও শিকাগোতে বিক্ষোভ হয়েছে। শুধু যুক্তরাষ্ট্রই নয়, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫শ’রও বেশি শহরে বিক্ষোভ করেছে বিজ্ঞানীরা।