সুপ্রিম কোর্টের বাক্সে নানা অভিযোগ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ১৬ আগস্ট ২০২০ রবিবার | আপডেট: ০৬:৫৮ পিএম, ১৬ আগস্ট ২০২০ রবিবার

অভিযোগ বক্স স্থাপনের এক সপ্তাহের মধ্যেই অভিযোগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবি সমিতি। যাচাই বাছাই করে এগুলো সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন বার সভাপতি, বেঞ্চ কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তারা। কর্মচারীদের সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এটর্নি জেনারেল।
সুপ্রিম কোর্টে মামলা দায়ের থেকে আদেশের অনুলিপি পেতে বিভিন্ন শাখার কর্মকর্তাদের অনিয়মের শিকার হচ্ছেন আইনজীবি এবং বিচার প্রার্থীরা। এ কারণে বিচার ব্যবস্থার প্রতি মানুষের হতাশা বাড়ছে, এমন প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা দেয়ার জন্য আইনজীবিদের প্রতি আহবান জানান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন "আমাদের বারের তরফ থেকে কতগুলি অভিযোগ আনা হয়েছিল, বেঞ্চ অফিসারের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের কোন কর্মচারীর বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা যাতে এখানে ফাইল করে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি যারা দ্বায়িত্ব প্রাপ্ত আছেন তারা এই ব্যপারে পদক্ষেপ নিবেন। "
সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে অভিযোগ বক্স স্থাপনের পর দুটি অভিযোগ পাওয়া গেছে, দু’সপ্তাহ পর আবারো বক্স খোলা হবে বলে জানিয়েছেন, সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির সভাপতি।
সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন বলেন ‘বারের বিষয় হোক অথবা বিচার সংশ্লিষ্ট অন্য কোন বিষয় হোক যে কোন বিষয়ে আমরা অবশ্যই ব্যবস্থা নিবো, এই জন্যই আমরা এই বাক্সটা দিয়েছি।’
নিউজটি ভিডিওতে দেখুন-
এসইউএ/এসি