ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ২৩ এপ্রিল ২০১৭ রবিবার | আপডেট: ০৩:৫৩ পিএম, ২৫ এপ্রিল ২০১৭ মঙ্গলবার

প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ইউনেস্কো ঘোষিত বিশ্ব বই দিবস উদযাপন এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এই কথা বলেন শিক্ষা মন্ত্রী। অভিবাবকদের প্রশ্ন পত্রের পিছনে না ছুটে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করারও আহ্বান জানান শিক্ষা মন্ত্রী। শিক্ষার্থীদের বিশ্বে সঙ্গে তাল মিলিয়ে গুনগত মানের শিক্ষা প্রদান বর্তমান সরকারে একটি বড় চেলেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। পরে ৭টি উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে তুলে দেন পুরস্কার নুরুল ইসলাম নাহিদ।