ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় সুধী সমাবেশ হয়নি, হাসপাতাল উদ্বোধন

প্রকাশিত : ০৭:৫২ পিএম, ২৩ এপ্রিল ২০১৭ রবিবার | আপডেট: ০৭:৫৫ পিএম, ২৩ এপ্রিল ২০১৭ রবিবার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বাধায় সুধী সমাবেশ করতে পারেননি মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হক। কড়া নিরাপত্তায় মন্ত্রী প্রাণীসম্পদ হাসপাতাল উদ্বোধন করলেও, তার আগে পুলিশের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে আহত হন নবীনগর থানার ওসি। সাংসদ ওবায়দুল মোক্তাদির চৌধুরীকে অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোয় ব্রাহ্মণবাড়িয়ায় এই উত্তেজনার সৃষ্টি হয়।
রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রাণী সম্পদ হাসপাতাল ও উন্নয়ন কেন্দ্র উদ্বোধন করতে যান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হক। তবে, অনুষ্ঠানে সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদির চৌধুরীকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ তুলে হাসপাতাল উদ্বোধন সহ স্থানীয় সুধী সমাবেশ বর্জনের ঘোষণা দেয় উপজেলা আওয়ামী লীগ। রোববার সকাল-সন্ধ্যা বিজয়নগরে হরতালও ডাকে তারা।
এ’ ঘটনায় উত্তেজনা দেখা দিলে, ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর, আশুগঞ্জ ও সরাইল উপজেলায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
রোববার দুুপুরের দিকে বিজয়নগরে ঢুকতে গেলে মন্ত্রী ছায়েদুল হককে বাধা দেয় ছাত্রলীগ। এ’ সময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। আহত হন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এমন উত্তেজনার মধ্যেই পুলিশের পাহারায় হাসপাতাল ও উন্নয়ন কেন্দ্র উদ্বোধন করে নাসিরনগর চলে যান মন্ত্রী।
তবে, মন্ত্রী ছায়েদুল হক জানিয়েছেন, স্থানীয় সাংসদ ওবায়দুল মুক্তাদির চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছিলো।
হাসপাতাল উদ্বোধনের পর সুধী সমাবেশে যোগ দেয়ার কথা ছিলো মন্ত্রী ছায়েদুল হকের। তবে, উত্তেজনার কারণে পূর্বনির্ধারিত সমাবেশ হয়নি।