ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

তিস্তা ও পদ্মায় বেড়েই চলেছে পানি, ২০ গ্রাম প্লাবিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ২১ আগস্ট ২০২০ শুক্রবার

দেশের প্রধান দুই নদী তিস্তা ও পদ্মায় আবারও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছেন বানভাসিরা। এদিকে, ভোলায় মেঘনার জোয়ারের তোড়ে বাঁধ ভেঙ্গে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, উত্তরের জেলা গাইবান্ধায় সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় বানভাসিরা দীর্ঘ প্রায় দুই মাস পানিবন্দী থাকার পর ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে। নতুন করে পানি বৃদ্ধির ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন তারা।

ঢাকার কাছে রাজবাড়ীতে পদ্মার পানি বাড়তে শুরু করায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। অনেকের ঠাঁই হয়েছে রাস্তা ও উঁচু স্থানে। 

দক্ষিণের জেলা ভোলার ইলিশার সাজিকান্দি পয়েন্টের বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি ভেঙ্গে গেছে। এতে করে প্লাবিত হয়েছে ভোলা সদর, বোরহানউদ্দিন ও দৌলতখানের অন্তত ২০টি গ্রাম। পানিবন্দী হয়েছে পড়েছে কয়েক হাজার মানুষ। 

এআই/এমবি