ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ২ ১৪৩১

রাজবাড়ীতে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১০ পিএম, ২১ আগস্ট ২০২০ শুক্রবার

রাজবাড়ীতে রক্তাক্ত ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
 
এসময় আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও ২১ আগস্টের গ্রেনেড হামলায় প্রাণ বিসর্জন দেওয়া আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয়। এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন নেতাকর্মিরা।

পরে,আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ভয়াল গ্রেনেড হামলা দিবসটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে আলোচনা ও দোয়া মাহফিল করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী,সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, এ্যাডভোকেট শফিকুল আজম মামুন, এ্যাডভোকেট উজির আলী,শফিকুল ইসলাম শফি ,তানিয়া সুলতানা কংকন প্রমুখ।
কেআই//