ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

রাজধানীর শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো নাটক যা নেই ভারতে

প্রকাশিত : ১০:২৭ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৬ সোমবার | আপডেট: ১০:২৭ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৬ সোমবার

culterরাজধানীর শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো নাটক যা নেই ভারতে। মীর বরকতের নির্দেশনা ও কণ্ঠশীলনের প্রযোজনায় মহাভারতের কাহিনী অবলম্বেনে রচিত নাটকটি পরিবেশিত হয় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। নাটকটিতে বৈশ্বিক প্রেক্ষাপটে শক্তিশালী যুদ্ধোন্মাদনা, নারীর প্রতি অবমাননা সহ তুলে ধরা হয়েছে সামাজিক আধিপত্যকে। এছাড়াও রাষ্ট্রব্যবস্থায় ধর্মীয় মৌলবাদের অনুপ্রবেশ ও অযাচিত হস্তক্ষেপে দেশ ও সমাজের ভারসাম্য কেমন করে নষ্ট হয় তাও তুলে ধরা হয় নাটকটিতে।