ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

ইরান ও চীন ইস্যুতে ইসরাইল ও আমিরাত যাচ্ছেন পম্পেও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২ পিএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার | আপডেট: ১২:৫৩ পিএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও- সিএনএন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও- সিএনএন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আগামীকাল সোমবার মধ্যপ্রাচ্যে সফরে যাচ্ছেন। প্রথমে তিনি ইহুদিবাদী ইসরাইল যাবেন এরপর যাবেন সংযুক্ত আরব আমিরাতে। তার এ সফরে নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনার কথা বলা হলেও মূলত ইরান এবং চীন ইস্যু নিয়ে কথা বলতেই তিনি এ সফরে যাচ্ছেন। গত ১৩ আগস্ট ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাত পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি সই করে। এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ সফরে যাচ্ছেন। খবর পার্সটুডে এবং রয়টার্স’র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা সুচিতে ইরান এবং চীনের পক্ষ থেকে মধ্যপ্রাচ্য অঞ্চলে কথিত যে নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে সেগুলো মোকাবেলা প্রধান্য পাবে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই জন মার্কিন কর্মকর্তা এমন খবর জানান। 

এর আগে গত ১৯ আগস্ট ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন সংযুক্ত আরব আমিরাত সফর করেন। ইসরাইলের পক্ষ থেকে বলা হয়েছে, ঐ সফরে কোহেন আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সাথে আলোচনা করেন।

এমএস/